শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ আজ শনিবার সকালে গুডনেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির আয়োজনে ২নং-ইশানিয়া ইউনিয়নের বাতাসন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় হলরুমে বোচাগঞ্জ সিডিপির আইডি ভুক্ত ১২০ জন জে,এস,সি পরীক্ষার্থীকে রেজিষ্টেশন ফি ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। বোচাগঞ্জ সিডিপির প্রকল্প ম্যানেজার রতন বালার সভাপতিত্বে এবং হেল্থ অফিসার কে.এম আবুল ফাত্তাহ এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসরার মোঃ ফকরুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, বাতাসন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াহেদুজ্জামান, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, ছোট সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজ কুমার রায়, আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবেন্দ্র নাথ রায় প্রমুখ। এসময় বোচাগঞ্জ সিডিপির শিক্ষা ও সুরক্ষা বিষয়ক কর্মকর্তা সলোমন বৈড়াগী সহ সিডিপির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে পরীক্ষার্থীদের হাতে রেজিষ্টেশন ফি ও শিক্ষা উপকরণ তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।