শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন

বোচাগঞ্জে জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥

“সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্য বিসয়কে সামনে রেখে আজ সোমবার (৩ ডিসেম্বর) সকালে দিনাজপুরের বোচাগঞ্জে র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে ২৭তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করেছে উপজেলা সমাজসেবা কার্যালয়।

আজ সকাল ১০টায় সেতাবগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বোচাগঞ্জের অন্যান্য প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে একটি বর্ণাঢ্য র‌্যালী সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। সেতাবগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপক সুকমল রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান প্রতিবন্ধী শিশুদের অভিভাবকদের দৃষ্টি আকর্ষন করে বলেন, প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয় সম্পদ। একটু সহযোগিতা ও সহানুভূতি পেলে তারাও সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এজন্য তিনি প্রতিবন্ধী শিশুদের প্রতি অধিক যত্নবান হওয়ার পরামর্শ দিয়ে তাদের ভবিষ্যত জীবন আলোকিত করার আহবান জানান।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডাঃ হেমন্ত কুমার রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আহসান আলী, বোচাগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ আব্দুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মনোরঞ্জন রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জুলেখা খাতুন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন দীপ বোচাগঞ্জ দিনাজপুরের নির্বাহী পরিচালক সত্য গোপাল অধিকারী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com