বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন

বোচাগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলায় রনগাঁও ইউনিয়ন চ্যাম্পিয়ন

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ গত শুক্রবার বিকাল ৩টায় সেতাবগঞ্জ ঐতিহাসিক বড়মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্দ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে উপজেলা পর্যায়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা সমপন্ন হয়েছে।

ফাইনাল খেলায় সেতাবগঞ্জ পৌরসভাকে ২-৩ গোলের ব্যবধানে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ৬নং-রনগাও ইউনিয়ন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও উভয় দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রৌফ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নূরুল আনোয়ার চৌধুরী প্রমুখ। এসময় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম নজু, অতিরিক্ত সাধারণ সম্পাদক শীতক কুমার শীল, যুগ্ম সম্পাদক বরুন চন্দ্র সরকারসহ এলাকার ক্রীড়ামোদি ব্যাক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।

অপরদিকে, খেলা শুরু হওয়ার পূর্বে উপজেলার ৪০টি বিদ্যালয়ে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় ২ হাজার পিছ গাছের চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com