রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥
“মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার” এই শ্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বোচাগঞ্জ দিনাজপুরের আয়োজনে বোচাগঞ্জ উপজেলার ২নং-ইশানিয়া ইউনিয়নের বকুলতলা হতে খোঁচাবাড়ী সড়কের সাড়ে ৫ কিলোমিটার রাস্তার দুই পাশে ৩ ফুট উঁচু করে মাটি ভরাট কাজের শুভ উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল।
এসময় উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান উৎপল রায় বুলু, ইউপি সদস্য মোঃ জাহিদুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।