শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন

বোচাগঞ্জে গম ও বোরো চাল সংগ্রহ শুরু

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥

আজ ১৬ মে বৃহস্পতিবার বেলা ১২ টায় সেতাবগঞ্জ খাদ্যগুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে চলতি ২০১৯ মৌসুমের গম ও বোরা চাল সংগ্রহের উদ্বোধন করেছেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান।

এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ.এইচ.এম তৌহিদুল্লাহ, সেতাবগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈন উদ্দীন, উপ-খাদ্য পরিদর্শক মোঃ শাখাওয়াত হোসেন, সেতাবগঞ্জ মিল মালিক সমিতির সভাপতি মোঃ ফয়জুল আলম চৌধুরী বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী আঃ হান্নান, মোঃ সোনা, সিয়াম রাইস মিলের সত্ত্বাধিকারী ফরহাদ মতিন চৌধুরী, মোর্শেদ মতিন চৌধুরী, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম ও সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: আব্দুস সাত্তার সহ অন্যান্য মিল মালিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, চলতি মৌসুমে সরকারী ভাবে ৩৬ টাকা দরে ১২ হাজার ৭০৪ মেট্রিকটন বোরা চাল ও ২৮ টাকা দরে ২৬৩ মেট্রিক টন গম সংগ্রহ করবে সেতাবগঞ্জ খাদ্য গুদাম কর্তৃপক্ষ। গম সংগ্রহ আগামী ৩০শে জুন ও চাল সংগ্রহ আগামী ৩১ আগষ্ট ২০১৯ পর্যন্ত চলবে। এছাড়া ২৫৩ মেট্রিকটন বোরা ধান সংগ্রহ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com