শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি::
“জঙ্গি সন্ত্রাস ও মাদকের প্রতিকার দিনাজপুর জেলা পুলিশের অঙ্গিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৭ জানুয়ারী থেকে ২ ফেব্রুয়ারী পর্যন্ত পুলিশ সেবা সপ্তাহ পালনের অংশ হিসেবে সোমবার বোচাগঞ্জ থানা কার্যালয়ে ওপেন হাউজ ডে-২০১৯ অনুষ্ঠানের আয়োজন করে থানা প্রশাসন।
বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রৌফ এর সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আব্দুর রহমান, এস আই আক্কেল আলী, দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংলড়ী শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মানিকুল ইসলাম, আন্ত জেলা ট্যাংলড়ী শ্রমিক ইউনিয়ন সেতাবগঞ্জ শাখার সভাপতি আব্দুল মোমিন, হাফেজ মাওলানা ছোবাহান, হাফেজ মাওলানা খায়রুল ইসলাম প্রমুখ।
এসময় বোচাগঞ্জ থানার সকল পর্যায়ের পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।