বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গুডনেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির অফিস কার্যালয়ে শিক্ষারমান উন্নয়নে এসএসসি পরীক্ষার্থীরদের মাঝে রেজিষ্ট্রেশন ফি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গুডনেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির প্রকল্প ম্যানেজার রতন বালার সভাপতিত্বে এবং এ্যাসিস্টেন্ট ম্যানেজার (প্রোগ্রাম) মোঃ কালাম উদ্দীন এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম।
বকুলতলা, বাতাসন, আদর্শ, ছোট সুলতানপুর, মুরিয়ালা পুলহাট, মুরারীপুর ও ইশানিয়া উচ্চ বিদ্যালয় সহ উপজেলার মোট ৭টি উচ্চ বিদ্যালয়ের ১০৫জন এসএসসি পরীক্ষার্থীর প্রত্যেককে এ অনুষ্ঠানের মাধ্যমে ৮শত টাকা করে মোট ৮৪ হাজার টাকা রেজিষ্ট্রেশন ফি প্রদান করা হয়।