শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন আজ বুধবার (২৮ নভেম্বর) সকালে উৎসব মুখর পরিবেশে বোচাগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান এর নিকট দিনাজপুর-২ বিরল-বোচাগঞ্জ আসনে নৌকার একক প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন বিরল বোচাগঞ্জের রুপকার বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
এসময় উপজেলা নির্বাচন অফিসার মোঃ সেলিম সহ আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র দাখিলের পূর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
এসময় বোচাগঞ্জ ও বিরল উপজেলা আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।