বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥
আজ ২৩ জুন রবিবার সারাদেশে বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বোচাগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যেদিয়ে দিবসটি উদযাপন করেছে উপজেলা আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সহযোগি সংগঠন।
কর্মসূচীর মধ্যে ছিল সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও সকাল ১০টায় বর্নাঢ্য র্যালী শেষে আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা। সভায় বক্তব্য রাখেন, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, সহ-সভাপতি মোঃ নঈম উদ্দীন শাহ, যুগ্ম সম্পাদক যথাক্রমে আবু তাহের মোঃ মামুন, মোঃ রমজান আলম, মোঃ শাহওনেয়াজ, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে, মোঃ শামীম আজাদ, সুব্রত কুমার অধিকারী, যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ আলী তুহিন, ছাত্রলীগের আহবায়ক পার্থ সরকার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত রাষ্ট্র বানাতে যেভাবে কাজ করে যাচ্ছে আমরা আওয়ামীলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে অগ্রণী ভুমিকা পালন করব।