শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন

বোচাগঞ্জে আইনশৃংখলা প্রতিরোধ কমিটির মাসিক সভা

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥

আজ সোমবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জে মাসিক সন্ত্রাস-নাশকতা, চোরাচালান, মানব পাচার ও আইনশৃংখলা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, যুগ্ম সম্পাদক আবু তাহের মোঃ মামুন, ইউপি চেয়ারম্যান যথাক্রমে, মোঃ জাফরুল্লাহ, মোঃ শাহান পারভেজ, মোঃ আনিসুর রহমান, মোঃ কফিলউদ্দীন আহমেদ, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রৌফম নির্বাচন অফিসার মোঃ সেলিম, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস সাত্তার, বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার গিয়াস উদ্দীন, ফাযার সার্ভিস অফিসার মোসলেম উদ্দীন প্রমুখ।

সভায় বক্তার আগামী ১১তম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কেউ যাতে নামকতা করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com