বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
বোচাগঞ্জে (দিনাজপুর) প্রতিনিধি॥
বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন বলেছেন, বৈষম্যের প্রাচীর ভেঙ্গে নারীদের এগিয়ে যেতে হবে যারা নারীদের দুর্বল এরং ভোগের পাত্র মনে করেন তাদের দাঁত ভাঙ্গা জবার দেয়ার মাধ্যমে বুঝিয়ে দিতে হবে নারীরা দুর্বল নয় শক্তিশালী।
সোমবার সকালে বোচাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় আয়োজিত জাতীয় কন্যা শিশু দিবস ২০১৯ ইং এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
“কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম, মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক মোছাঃ পারভীন আক্তার প্রমুখ।