মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন

বীরের মাথায় পাহাড়ের মুকুট খুশি পার্বত্যবাসী

বশির আহমেদ, বান্দরবান থেকে::

৩০০নং বান্দরবান আসন থেকে ৬বার নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি কে পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করায় খুশি তিন পার্বত্য জেলার বাসিন্দারা। সোমবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সামনে তিনি শপথ গ্রহণ করেন।

এর আগে তিনি এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাই এবার পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় খুশি বান্দরবানের সর্বস্তরের জনগণ। বীরের মাথায় পাহাড়ের মুকুট দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পাহাড়ের মানুষ। পার্বত্য এলাকার জন্য গঠিত এ মন্ত্রণালয়ে এর আগে দায়িত্ব পালন করেন কল্প রন্জন চাকমা মনি স্বপন দেওয়ান ও দীপঙ্কর তালুকদার। সর্বশেষ ২০১৪ সালে দীপঙ্কর তালুকদার নির্বাচনে হেরে যাওয়ার পর এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান বীর বাহাদুর। তখন মন্ত্রী ছিলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। ২০১৮ সালের নির্বাচনে রাঙামাটি থেকে দীপঙকর তালুকদার জয় লাভ করার পর আবারও শঙ্কা জাগে এ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে। কে পাচ্ছেন এ মন্ত্রণালয়ের দায়িত্ব। কিন্তু সব জলপনা কলপনার অবসান ঘটিয়ে আবারো পার্বত্য মন্ত্রণালয়ের দায়িত্ব বীর বাহাদুরের হাতে দেয়ায় খুশি পার্বত্য এলাকার জনগণ এবং পূর্ণ মন্ত্রী করায় যোগ্য পুরস্কার বলে মনে করেন পাহাড়ের বাসিন্দারা। যেন বীরের মাথায় সত্যিই পাহাড়েরু মুকুট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com