বুধবার, ৩০ Jul ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:: দিনাজপুরের বীরগঞ্জের ২৬ মাইল নামক স্থানে ট্রাকের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো চারজন।
সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দু’জনের নাম জানা গেছে। তাদের একজন হলেন- মাইক্রোবাসের চালক আরিফুল ইসলাম। অপরজন দেলোয়ার।
বীরগঞ্জ থানার ওসি আবদুল গফুর ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, থানার লোকজন ঘটনার শুরু থেকেই তদারকি করছে। এখন হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আছে। এবং লাশ ঘটনাস্থলেই আছে।