বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন

বিদ্যুৎ দিতে নয় ভালবাসার ঋনকে আলিঙ্গন করতে এসেছি: নৌ পরিবহন প্রতিমন্ত্রী

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥

গত শনিবার (৭ সেপ্টেম্ব) সন্ধ্যায় বোচাগঞ্জ উপজেলার ৫নং-ছাতইল ইউনিয়নের মাহেরপুর নাপিত পাড়ায় বিদ্যুতায়নের শুভ উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, আমি এখানে বিদ্যুৎ দিতে নয় আপনাদের ভালবাসার ঋনকে আলিঙ্গন করতে এসেছি। জাতীয় নির্বাচন এলেই আপনারা আমার প্রতি যে ভালবাসা দেখান আমি সেই ভালবাসার ঋনকে আলিঙ্গন করতে এখানে এসেছি।

মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশ আজ আলোকিত বাংলাদেশে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী মানবিক বিপর্যয়ের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার পাশাপাশি ১০লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্বের কাছে মানবতার নেত্রীতে ভূষিত হয়েছেন। মন্ত্রী দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে অধিক শক্তিশালী করার আহবান জানান। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম হরেন্দ্র নাথ বর্মন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবু, ৫নং-ছাতইল ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক তারিনী কান্ত রায়, সাবেক ইউপি চেয়ারম্যান খাদেমুল নবী চৌধুরী বাদল প্রমুখ।

এছাড়াও বিকাল ৪টায় সেতাবগঞ্জ মেলাগাছি মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০১৯ এর শুভ উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com