মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০২:০০ অপরাহ্ন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি::
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশী মদ ও পুলিশের হ্যান্ডকাপসহ ২ যুবককে গ্রেফতার করেছে ভুলতা ফাঁড়ির পুলিশ।
শনিবার রাত আড়াইটার সময় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের টেংরারটেক প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হাইওয়ের সড়ক থেকে গ্রেফতার করে টহলরত ফাঁড়ির পুলিশ।
আটককৃতরা হলেন- সুমন মিয়া (৩০) আমলাব এলাকার হেদায়েত মিয়ার ছেলে ও আব্দুল বাছেদ (২২) কাঞ্চন পৌরসভার কালাদী এলাকার আজাহার সরকারের ছেলে।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল হক জানান, এএসআই তাজুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে রাত আড়াইটার দিকে টেংরারটেক এলাকায় টহল দেয়ার সময় একটি প্রাইভেটকার আসতে দেখে সন্দেহবশত আটক করে গাড়িতে তল্লাশী চালায়। এসময় গাড়ি থেকে তারা এক বোতল বিদেশী মদ (বিফিটার লন্ডন ড্রাই জিন) ও এক জোড়া পুলিশের হ্যান্ডকাপ পায়। পরে মদ ও পুলিশের হ্যান্ডকাপ তাদের সাথে থাকার অপরাধে সুমন ও আব্দুল বাছেদকে গ্রেফতার করেছে। জানা যায়, সুমন মিয়া ভোলাব ফাঁড়ির ইনচার্জ শহিদুল আলমের ড্রাইভার।