সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥
আজ বুধবার সকালে বিদায়ী বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানকে তার অফিস কার্যালয়ে বিদায় সংবর্ধনা দিয়েছেন বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম।
এসময় বিদায়ী নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান সাংবাদিকদের উদ্দ্যেশ্যে বলেন, আমার মেয়াদকালে আপনারা যেভাবে আমাকে লেখনির মাধ্যমে সহযোগিতা করেছেন তার জন্য আমি বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন পরবর্তী নির্বাহী অফিসারকে সে ভাবেই সহযোগিতা করে জাবেন এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা।
উল্লেখ্য যে, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদন্নতি পাওয়ায় তিনি যে কোন সময় নড়াইল জেলায় যোগদান করবেন। বোচাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলমসহ অন্যান্য সাংবাদিকরা বিদায়ী নির্বাহী অফিসারের কর্মময় জীবনের উত্তর উত্তর সফলতা কামনা করেছেন।