বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন
হৃদয় রায় সজীব, নেত্রকোণা প্রতিনিধি:: দেশব্যাপী বিএনপি-জামাত জোটের ডাকা অবরোধ কর্মসূচিতে জনসাধারণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বিএনপি-জামাতের ভাঙ্গচুর ও অগ্নি সন্ত্রাস মোকাবিলায় নেত্রকোণা শহরে মোটরসাইকেল শোডাউন করেছে নেত্রকোণা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
নেত্রকোণা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরেফিন কায়সার শুভর নেতৃত্বে (১৩ নভেম্বর) সোমবার ভোর ৬টা থেকে নেত্রকোণা শহরের কুরপাড় মদন বাস স্টেশন, পাড়লা ঢাকা বাস-স্টেশন, মোক্তারপাড়া, ছোট বাজার সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ মোটরসাইকেল শোডাউন প্রদর্শন করা হয়।
এসময় বিএনপি-জামাতের ডাকা হরতাল অবরোধের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে মূখরিত হয় সমগ্র এলাকা। নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরেফিন কায়সার শুভর নেতৃত্বে অনুষ্ঠিত মোটরসাইকেল শোডাউনে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এনায়েত হোসেন, জেলা ছাত্র লীগের সাবেক সন্মানিত সদস্য তন্ময় আহমেদ, নেত্রকোণা সদর উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক শাহরিয়ার কামরান, নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ প্রচার সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, খালিয়াজুরী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ প্রচার সম্পাদক হৃদয় রায় সজিব সহ স্বেচ্ছাসেবক লীগের শতাধিক নেতাকর্মী।
নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরেফিন কায়সার শুভ সাংবাদিকদের বলেন, বিএনপি-জামাতের ডাকা অবৈধ হরতাল অবরোধের প্রতিবাদে আমরা নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক লীগের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক লীগের কর্মী রাজপথে আছি।আমরা নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক লীগ জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে বিএনপি-জামাতের যেকোন ষড়যন্ত্র, অগ্নি-সন্ত্রাস মোকাবেলা করতে প্রস্তুত রয়েছি। দেশবাসী দেখেছে বিগত দিনে নেত্রকোণায় বিএনপি-জামাত জোট রাজপথে কোন ধরনের নাশকতা করতে পারেনি ইনশাআল্লাহ আগামীতেও তাদেরকে কোন ধরনের নাশকতা করতে দেওয়া হবে না। আমরা স্বেচ্ছাসেবক লীগ তাদের বিরুদ্ধে সর্বদা মাঠে আছি।