রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন

বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন: সভাপতি মং ওয়াই চিং মার্মা, সাধারণ সম্পাদক ফারুক

বান্দরবান প্রতিনিধি:: জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতায় ১৩ বছর পর বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রী-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জুন) সকালে জেলার অরুন সারকী টাউন হলে বান্দরবান পার্বত্য জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আয়োজনে অনুষ্ঠিত সেচ্ছাসেবক লীগ ত্রী-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

ত্রী-বার্ষিক সম্মেলন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সাংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ,কেন্দ্রীয় কার্যনির্বাহী সাংসদের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।

বান্দরবান জেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি সাদেক হোসেন চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, বান্দরবান জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শফিকুর রহমান, আবদুর রহিম চৌধুরী, কাজল কান্তি দাশ, সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ক্য সা প্রু মারমা, অজিত কান্তি দাশ, চৌধুরী প্রকাশ বড়ুয়া। বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সাংসদের সহ-সভাপতি ড. মোঃ জমির উদ্দীন সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক, একেএম আজিম, সাংগঠনিক সম্পাদক, নাফিউল করিম নাফা সহ কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগ, বান্দরবান জেলা আওয়ামীলীগ, সেচ্ছাসেবক লীগ এর সিনিয়র নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন উপজেলা হতে আগত সেচ্ছাসেবক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, পার্বত্য বান্দরবানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী সেচ্ছাসেবক লীগ আবারো অবদান রাখবেন। তিনি সেচ্ছাসেবক লীগের সম্মেলন আয়োজনের প্রশংসা করে বলেন সেচ্ছাসেবক লীগ থেকেই আগামী দিনের জেলা আওয়ামী লীগের নেতৃস্থানীয় যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে।

তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তার দুরদর্শি নেতৃত্বের কারনে পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সহিংসতার অবসান হয়ে পার্বত্য শান্তি চুক্তি প্রতিষ্ঠা হয়েছে।এখন পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাতেও শিক্ষা,যোগাযোগ ব্যাবস্থা সহ মানুষের জীবনমানে আধুনিকতার ছোয়া লেগেছে যার একমাত্র অবদান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দৃঢ় রাষ্ট্র পরিচালনা।

জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের সুত্রে জানা যায়, বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে সভাপতি পদে ৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন পদপ্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এরই মধ্যে সভাপতি পদে প্রতীক বরাদ্ধ পেয়েছে মংওয়াইচিং মারমা (ল্যাপটপ মার্কা), কমলময় তঞ্চঙ্গ্যা (মোবাইল), অভিনাশ চন্দ্র দাশ রানা (স্যাটেলাইট মার্কা), থেওয়াং (হ্লাএমং) মনিটর মার্কা, জহির উদ্দিন চৌধুরী বাবর (মেট্রো রেল মার্কা) আর সাধারণ সম্পাদক পদে ফারুক আহম্মেদ ফাহিম (দেওয়াল ঘড়ি মার্কা), মংবাহেন আকাশ (ছাতা মার্কা) এবং মো.নাজিম (ফুটবল মার্কা ) প্রতীক বরাদ্ধ পেয়েছেন।

এদিকে দীর্ঘ ১৩ বছর পর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মংওয়াই চিং মারমাকে সভাপতি ও ফারুক আহমেদ ফাহিন কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com