মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::
বান্দরবানের অন্যতম বিদ্যাপীঠ ক্যান্ট: পাবলিক স্কুল এন্ড কলেজ। গত বছরের ন্যায় এবারও ২০১৯ সালের এসএসসি বোর্ড পরীক্ষায় ফলাফলে বান্দরবান জেলার শীর্ষে ক্যান্ট: পাবলিক স্কুল এন্ড কলেজ। এই বিদ্যালয়টির পাশের হার ৯৯.১৫।
১১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১১৭ জন। এরমধ্যে জিপিএ- ৫ পেয়েছে ৩০ জন। বিদ্যালয়টিতে গত বছরের তুলনায় এ বছর পাশের হার বেড়েছে। পাশের হারে দ্বিতীয় স্থানে রয়েছে আল ফারুক ইনস্টিটিউট। এ বছর ৬৭ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৪ জন। তার মধ্যে জিপিএ- ৫ পেয়েছে ৮ জন শিক্ষার্থী।
তবে বিগত বছরের তুলনায় এ বছর ফলাফলে পিছিয়ে রয়েছে জেলা সদরের বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টিতে শুরু থেকে জিপিএ- ৫ কম বেশি পেয়ে আসলেও এ বছর বিদ্যালয়টিতে জিপিএ- ৫ পায়নি একজন শিক্ষার্থীও। ২২৯ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৯২ জন।
এদিকে জেলা সদরের অন্যান্য বিদ্যালয়গুলোর মধ্যে বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৫১ জন, জিপিএ- ৫ পেয়েছে ১০ জন, বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ে ৯২ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ৬০ জন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ৫৬ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৩ জন, তার মধ্যে জিপিএ- ৫ পেয়েছে ২ জন।
বান্দরবান ক্যান্ট: পাবলিক স্কুল কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল রেজাউল করিম বলেন, গত বছরের তুলনায় এ বছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার বেড়েছে। একজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। তবে বোর্ড চ্যালেঞ্জ করলে সেটাও আশা করি কৃতকার্য হবে।
উল্লেখ্য, এ বছর মাধ্যমিক পরীক্ষায় বান্দরবান জেলা থেকে ৪০৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এর মধ্যে উত্তীর্ণ হয় ২৬৬০ জন। মোট জিপিএ- ৫ পেয়েছে ৭০ জন। জেলার পাশের হার ৬৫.৩৬।