বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

বান্দরবানে সাড়ে ৭৪ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে

বান্দরবানে সাড়ে ৭৪ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে

বশির আহমেদ, বন্দরবান জেলার প্রতিনিধি:: বান্দরবানে সাড়ে ৭৪ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: দিলীপ কুমার দেবনাথ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে বান্দরবানে জেলা সিভিল সার্জন সভাকক্ষে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: দিলীপ কুমার দেবনাথ।

সিভিল সার্জন জানান, বান্দরবানের ৭টি উপজেলায় জনসংখ্যা রয়েছে ৪ লাখ ৫৪ হাজার ১৮৮ জন। তার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সে ১০ হাজার ৩১৬ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সে ৬৪ হাজার ৬০ জনসহ সর্বমোট ৭৪ হাজার ৫১৬ জন শিশুদেরকে লক্ষ্যে করে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এসময় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন জেলার ৭ উপজেলার বিভিন্ন গ্রামে সফলভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি বলেন, যেসব দূর্গম পাহাড়ি এলাকা রয়েছে সেখানে চ্যালেঞ্জিং অতিক্রম করে সেসব শিশুদেরকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর আওতায় আনার আশাবাদী সংশ্লিষ্টদের।

সভায় সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা হ্লাশৈচিং মারমা সঞ্চালনায় প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com