শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন

বান্দরবানে মোট করোনায় আক্রান্ত ৫০৭, সুস্থ ৩১৩

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::

বান্দরবানে করোনা ভাইরাসে এই পর্যন্ত ৫০৭জন আক্রান্ত হয়েছে এবং চিকিৎসা শেষে এই পর্যন্ত ৩১৩ জন সুস্থ হয়েছে। এদিকে গেল ২৪ ঘন্টায় বান্দরবানে কোন করোনা রোগী সনাক্ত হয়নি।

বান্দরবানের স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবান জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫০৭ জন আর ৩১৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়েছে। হোম কোয়ারেন্টিনে এ পর্যন্ত ১ হাজার ১শত ৬জন জন ছিল তার মধ্যে ১ হাজার ১শত ৬জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১শত ১০জন ছিল এর মধ্যে ১শত ১০জনকেই ছাড়পত্র দেয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগ আরো জানায়, এই পর্যন্ত বান্দরবানে নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৭শত ৫৩ জনের, তার মধ্যে রিপোর্ট এসেছে ৩ হাজার ৪শত ২০জনের, এদের মধ্যে ৫০৭জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com