শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন

বান্দরবানে মাস্ক বিতরণ করলেন পার্বত্য মন্ত্রী

বশির আহম্মদ, বান্দরবান প্রতিনিধি:: করোনার ২য় ঢেউ মোকাবেলায় জনগণকে স্বাস্থ্য সচেতন করতে বান্দরবানে মাস্ক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

১১ এপ্রিল (রবিবার) সকালে বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় বীর বাহাদুর ফাউন্ডেশনের আয়োজনে এই মাস্ক বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো.রেজা সরোয়ার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ, পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, বীর বাহাদুর ফাউন্ডেশনের সভাপতি খলিলুর রহমান সোহাগসহ বান্দরবানের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্টানের কর্মকর্তা ও বীর বাহাদুর ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বান্দরবান সদরের ট্রাফিক মোড় থেকে শুরু হয়ে বান্দরবান বাজার,মারমা বাজার,উজানী পাড়া, রাজার মাঠ,মাছ বাজারসহ বিভিন্ন অলি-গলি ঘুরে ঘুরে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। মাস্ক বিতরণের পাশাপাশি এসময় সবাইকে করোনার ২য় টেউ মোকাবেলায় সচেতন থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান আয়োজকেরা। বীর বাহাদুর ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা জানান,বান্দরবানে করোনা মোকাবেলায় বীর বাহাদুর ফাউন্ডেশনের সদস্যরা কাজ করে যাচ্ছে এবং পুরো বান্দরবান সদরে ১০হাজার মাস্ক বিতরণের পাশাপাশি উপজেলাগুলোতে এই কার্র্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com