শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
বশির আহমেদ (বান্দরবান) প্রতিনিধিঃ বান্দরবান জেলা সদরের কেএসপ্রু মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ১২টি দোকান। আর এই ঘটনায় প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা যায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,বৃহষ্পতিবার (২৪ডিসেম্বর) সকাল ৭টার সময় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বান্দরবান বাজারের কেএসপ্রু মার্কেটের একটি দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে। এসময় আগুনের তীব্রতা বেড়ে পাশ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে আর আগুনে পুড়ে ছাই হয়ে যায় ১২টি দোকানের মালামাল।
এদিকে আগুনের সংবাদ পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে, প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো.কামাল উদ্দিন ভুইয়া জানান, আমরা অগ্নিকান্ডের সংবাদ পাওয়া মাত্রই আগুন নিভানোর কাজে নেমে পড়ি, প্রাথমিক ভাবে ১২টি দোকান পুড়ে যাওয়ায় তথ্য পাওয়া গেছে। তবে আগুনের ক্ষয়ক্ষতির সঠিক পরিমান তদন্ত স্বাপেক্ষে জানা সম্ভব হবে।