বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:২০ অপরাহ্ন

বান্দরবানে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম উদ্বোধন

বশির আহম্মদ, বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৫ জুন) সকাল ৯টায় বান্দরবান সদর সুয়ালক ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও বান্দরবান স্বাস্থ্য বিভাগের আয়োজনে শিশুদের এই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করা হয়।
৬-১১ মাস বয়সী শিশুদের নীল রঙ্গের ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙ্গের একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় উদ্বোধন অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, বর্তমান সরকার জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। শিশুদের ভিটামিনসহ বিভিন্ন বয়সের টিকা বিনামুল্যে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে প্রদান করছে, আর জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ সেবা প্রদান করছে এই সরকার। এসময় সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুছ, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান আশীষ বড়ুয়া, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশসহ প্রমুখ।

এদিকে সকাল ৮টা থেকে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে স্বাস্থ্য কর্মীরা উপস্থিত থেকে এই ক্যাম্পেইনের আওতায় শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু করেছে। বান্দরবানের ৭টি উপজেলা, ২টি পৌরসভা সহ ৩৩টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ডে একই সাথে এই কর্মসূচী শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

বান্দরবানের স্বাস্থ্য বিভাগ জানায়, এবারে বান্দরবানে ৬৮ হাজার ২শত ২৬ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাম্পেইনের আওতায় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তারমধ্যে ৬-১১ মাস বয়সী ৯ হাজার ৪শত ৭২জন শিশুকে ১টি করে নীল রঙ্গের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৫৮ হাজার ৭শত ৫৪ জন শিশুকে ১টি করে লাল রংয়ের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com