বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন
বশির আহম্মদ, বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানে ফুটবল খেলতে গিয়ে খেলার মাঠে বজ্রপাতে ৬ জন আহত হয়েছে বলে খেবর পাওয়া গেছে।
সোমবার বিকেল ৫টার দিকে পৌরসভা ৮ নং ওয়ার্ড দক্ষিণ হাফেজ ঘোনা রায়মোহন পাহাড় এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- মোঃ শামিম (২২), আজগর (১৯), বেলাল (২০), ওসমান (২০), রাজু (১৪) ও শাকিল (১৭)।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলে পাড়ার ছেলেরা মাঠে ফুটবল খেলছিল। এসময় ভারী বৃষ্টি ও সাথে বজ্রপাত শুরু হয়। ভারি বৃষ্টিপাত ও বজ্রপাতে তারা খেলা বন্ধ করে একটি টিনের ছাউনি ঘরে ৬ জন আশ্রয় নেয়। এক পর্যায়ে বজ্রপাতের আঘাতে সবাই আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়রা তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে। বজ্রপাতের আঘাতে কয়েকজনের শরীরে বিভিন্ন স্থানে দগ্ধ হয়।
বান্দরবান সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: ইমরান জানান, বজ্রপাতে আঘাত প্রাপ্ত আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা সবাই শংকা মুক্ত।