বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবানে বিএনপির অফিস ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পৌর যুবলীগের সাবেক সহসভাপতি ব্যবসায়ী শিবু চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টার দিকে তাকে বান্দরবান সদরের বালাঘাটা থেকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১৪ জুলাই গভীর রাতে শহরের পৌর এলাকার আর্মি পাড়ায় অবস্থিত শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিসে হামলা চালিয়ে হামলাকারীরা অফিসের দরজা, টেবিল, চেয়ার ও সাইনবোর্ড ভাংচুর করে এবং দলের শীর্ষ নেতাদের ছবি মেঝেতে ফেলে দেয়। এসময় ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে। পরে ১৭ জুলাই ১৮জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়। এই ১৮জনের একজন হচ্ছে পৌর যুবলীগ সহ-সভাপতি শিবু চৌধুরী।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম পারভেজ বলেন, বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার রাতে তালিকাভুক্ত শিবু চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে পৌর যুবলীগ সহ-সভাপতি শিবু চৌধুরীর বিরুদ্ধে কালাঘাটা বিএনপি অফিস ও বান্দরবানের আর্মি পাড়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদ অফিস ভাংচুর ছাড়াও আ.লীগ ক্ষমতা থাকাকালীন উন্নয়ন বোর্ডের রাবার বাগানের রাবার চোরাকারবারী, বালাঘাটা কালীমন্দির ও অনেক অসহায় পরিবারের জায়গা দখল, নারী নির্যাতনসহ নানা অভিযোগ।