সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন

বান্দরবানে পূরবী বার্মিজ মার্কেটের যাত্রা শুরু

বান্দরবান প্রতিনিধি:: পর্যটন নগরী বান্দরবানে বেড়াতে আসা পর্যটকদের নিত্য প্রয়োজনীয় জিনিস সাশ্রয় দামে ক্রয়ের লক্ষে এবং অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ে পূরবী বার্মিজ মার্কেটের যাত্রা শুরু হয়েছে।

বান্দরবানের মধ্যম পাড়া এলাকায় পূরবী বার্মিজ মার্কেটের উদ্বোধন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উম্মোচন করে পূরবী বার্মিজ মার্কেটের উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী, আঞ্চলিক পরিষদের সদস্য ও পূরবী বার্মিজ মার্কেটের স্বত্তাধিকারী কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এস শহীদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্টনিক মিডিয়ার সাংবাদিকরা।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com