মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::
বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার তিনাপসাইতার পর্যটন এলাকায় ঝিড়ি পানির স্রোতে ডুবে যাওয়া নেভী অফিসার সাইফুল্লাহর (২৩) লাশ স্থানীয় ঝিরি থেকে উদ্ধার করা গেলেও বিশ্ববিদ্যালয় ছাত্রী’র জান্নাতের (১৯) লাশ উদ্ধার করা হয়েছে সাতকানিয়া এলাকা থেকে। ঘটনাটি পুলিশ সহ স্থানীয় প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, গত শনিবার (২৯ জুন) সকালে ছয়জনের একটি টিম তিনাপসাইতার পর্যটন ভ্রমণের শুরু করে। পরে পর্যটন তিনাপসাইতারে পৌছলে গুরি গুরি বৃষ্টির আর্বিভাব থাকায় ঝিরিতেও পানি বৃদ্ধি পেতে থাকে। পরে পারাপার করতে গেলে পানি প্রবল স্রোতে নেভী অফিসার সাইফুল্লাহ্ (২৩) সহ কলেজ ছাত্রী জান্নাত ভেসে যান। তাৎক্ষণিক সহকর্মীরাও উদ্ধারে সক্ষম হয়নি। এরপর থেকে ঝিরির পানির স্রোতে নিখোঁজ হয়ে যায়। পুলিশ খবর পাওয়ার সাথে সাথে অভিযানের কার্যক্রম শুরু করলে আজ দুপুরে ওই দুই পর্যটককে উদ্ধারে সক্ষম হয়।