মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::
বান্দরবানে রোয়াংছড়িতে অংথুইচিং মারমা নামে জনসংহতি সমিতির এক সমর্থককে গুলি করে হত্যা করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলা সদর ইউনিয়নে ২নং ওয়ার্ড থোয়াইঅংগ্য পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত অংথুইচিং সদর ইউনিয়নে ২নং ওয়ার্ডের মৃত মংপ্রুথুই মারমার ছেলে।
পুলিশ জানায়, রাত দেড়টার দিকে পাঁচজন লোক গিয়ে অংথুইচিংকে বাইরে ডেকে নিয়ে যায়। এ সময় গুলির শব্দও পাওয়া গেছে। সকালে পাড়া থেকে দেড় কিলোমিটার দূরে হাত পিছমোড় বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়। পরে লাশ বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, নিহত অংথুইচিং মারমা আঞ্চলিক রাজনীতিতে কোনো সক্রিয় কর্মী নয়। এলাকায় সমর্থক হিসেবে তার পরিচিতি রয়েছে। তবে জনসংহতি সমিতির নেতাকর্মীদের দাবি তিনি পাড়া কমিটির সদস্য।
রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে সকালে লাশ উদ্ধার করে আনা হয়।