শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::
চতুর্থ ধাপে বান্দরবান পৌরসভা নির্বাচনে অংশ নিতে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১৪ ফেব্রুয়ারী চতুর্থ ধাপে বান্দরবান পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল রবিবার সকালে জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ ইসলাম বেবী মনোনয়নপত্র জমা দেন। এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী, দীপ্তি কুমার বড়ুয়াসহ জেলা আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিকালে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী সাবেক মেয়র মোহাম্ম জাবেদ রেজা মনোনয়নপত্র জমা দেন।
এসময় জেলা বিএনপির সভাপতি মা ম্যা চিং, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মহতুল হোসেন যত্ন, বিএনপির নেতা আবদুল মাবুদ ও জসিম উদ্দিন তুষারসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয় পাটির মো: শাহাজাহান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সমর্থিত নাছিরুল আলম, স্বতন্ত্র প্রার্থী বিধান লালাসহ মোট ৫জন মেয়র পদে মনোনয়নপত্র জামা দেন। এদিকে সাধারণ কাউন্সিলর প্রার্থী হিসেবে ৩৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী হিসেবে ৭জন তাদের মনোনয়নপত্র জমা দেন।
এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, আগামী ১৪ ফের্রুয়ারী চতুর্থ ধাপে বান্দরবান পৌর সভার নির্বাচন অনুষ্টিত হবে। রবিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। আগামী ১৯ জানুয়ারী যাচাই-বাছাই ও ২৬ জানুয়ারী প্রত্যাহারের শেষ দিন এবং ২৭ জানুয়ারী প্রতীক বরাদ্ধের মাধ্যমে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১৪ ফের্রুয়ারী বান্দরবান পৌরসভার নির্বাচনের কথা রয়েছে। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ১৯ জানুয়ারি ও প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ২৬ জানুয়ারি। চতুর্থ ধাপের ইভিএমের মাধ্যমে বান্দরবান পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ৯টি ওয়ার্ডে ২৯ হাজার ৭শত ২৯জন রয়েছে এবং ভোটের মাধ্যমে নতুন করে পৌর পিতা নির্বাচিত করবেন ভোটাররা।