বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন
বান্দরবান প্রতিনিধি বশির আহম্মদ:: বান্দরবানে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩১ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সদর হাসপাতালের করোনা ইউনিটে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- বান্দরবান পৌরসভার উজানীপাড়ার বাসিন্দা সাংস্কৃতিককর্মী মা নুনুপ্রু মারমা (৫৭) এবং পূর্ব ধোপাছড়ির বাসিন্দার ছাবের আহমেদ (৫৫)।
এর আগে মঙ্গলবার লামা উপজেলার রূপসীপাড়ার বাসিন্দা হামিদা বেগম (৬২) নামে আরও একজন করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
এদিকে বান্দরবান সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে করোনায় আক্রান্ত আরও ৬০ রোগী ভর্তি রয়েছেন।
এ বিষয়ে বান্দরবান হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. প্রত্যুষ পাল বলেন, বান্দরবান হাসপাতালে দুজন বয়স্ক লোকের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা জানান, করোনায় আক্রান্ত দুজন রোগী চিকিৎসাধীন হাসপাতালে মারা গেছেন। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্য বিভাগের কর্মীরা। সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের মাধ্যমে রোগীদের অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।