রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন
বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানে সমাজসেবা অধিদপ্তর ও বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদের অর্থায়নে এবং পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে গরীব-মেধাবী শিক্ষার্থী, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার এবং গরীব অসহায় রোগীদের এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ মে) সকালে জেলার অরুন সারকী টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
এসময় বান্দরবান সদর ও পৌর এলাকার ১৮জন, রোয়াংছড়ি ৩ জন, থানচি ৩ জন, রুমা, ২ জন, নাইক্ষ্যংছড়ি ৪ জন এবং লামা উপজেলা ও লামা পৌরসভা ১০ জন ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত মোট ৪০জন রোগীকে জনপ্রতি ৫০,০০০/-টাকা করে মোট = ২০,০০,০০০/- (বিশ লক্ষ টাকা মাত্র) অনুদান প্রদান করেন পার্বত্য মন্ত্রী।
এছাড়াও লামা, থানচি, রোয়াংছড়ি উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মোট ১৪৭টি পরিবারকে ৭,০০০/- টাকা করে মোট=১০,২৯,০০০/- টাকা অনুদান প্রদান করা হয়।
এছাড়া পার্বত্য মন্ত্রী মেধাবী, গরীব অসহায় প্রতিবন্ধী ২৮৪ জন শিক্ষার্থীদের মাঝে ৯,৯৪,০০০/- টাকা, গরীব দুস্থ ১৭২ জন রোগীদের চিকিৎসা সহায়তা হিসেব এককালীন ১২,০৫০০০/- টাকা অনুদান সহ সর্বমোট ৫২ লক্ষ ২৮ হাজার টাকা অনুদান প্রদান করেন।
জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম, জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. এম.এম সারওয়ার, জেলা পরিষদের সদস্য তিং তিং ম্যা, জেলা পরিষদের সদস্য, মোজাম্মেল হক বাহাদুর, পৌর মেয়র সৌরভ দাশ শেখর, জেলা জাতীয় সমাজ কল্যা পরিষদের সদস্য অমল কান্তি দাশ।