শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
বশির আহমেদ,বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের থানচিতে ঝর্ণায় বেড়াতে গিয়ে জাকারুল ইসলাম কানন (৩৫) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে।
শনিবার দুপুরে থানচির রেমাক্রী খাল পার হওয়ার সময় এই দূর্ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটক ঢাকার উত্তরার বাসিন্দা কাজী জহিরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে ঢাকা থেকে বেড়াতে আসা ১৩ জনের একটি গ্রুপ নাফাকুম ঝর্ণায় যাওয়ার জন্য থানচির স্থানীয় গাইড শ্রাবন ত্রিপুরার সাথে রেমাক্রী বাজার পর্যন্ত যায়। সেখানে রাত্রি যাপনের পর শনিবার সকালে নাফাকুম যাওয়ার পথে সাইগংয়ান নামক স্থানে রেমাক্রী খাল পার হওয়ার সময় জাকারুল ইসলাম কানন নামে এক পর্যটক পানির স্রোতে ভেসে যায়। এসময় তার অন্যান্য সঙ্গী ও স্থানীয়রা অনেক খোঁজাখুজির পরও তাকে খোঁজে না পেয়ে গাইড শ্রাবন ত্রিপুরা বিষয়টি স্থানীয় বিজিবি ক্যাম্পে জানায়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান শুরু করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল জানান, রেমাক্রী বেড়াতে গিয়ে এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। তাকে এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশ ও বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।