বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
বশির আহম্মদ, বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানবাসীর ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন পার্বত্য উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। বোর্ডের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি বান্দরবান সফরে এসেছেন।
শনিবার (১৭ জুলাই) সকালে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র বাসভবনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় বান্দরবানে আগমন ঘটায় সংবর্ধনার ফুলেল শুভেচ্ছা জানান পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি। পাশাপাশি পার্বত্য বান্দরবান জেলা পরিষদ, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, উপজেলা চেয়ারম্যান পরিষদ, প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে নিখিল কুমার চাকমা বলেন, পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীকে আমার সম্পর্কে বুঝিয়েছেন বলেই জননেত্রী আমার উপর আস্থা রেখেছেন। অন্যথায় আমার পক্ষে এই সম্মানের পদে আসা কঠিন হতো। এই সম্মান আমার পাশাপাশি মন্ত্রী মহোদয়ের। আমি চেষ্টা করব পার্বত্যাঞ্চলের সুষম উন্নয়ন করতে।’
অনুষ্ঠানের সভাপতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি বলেন, ‘উন্নয়ন বোর্ড তিন পার্বত্য জেলার উন্নয়নের একটি প্রতিষ্ঠান, যেটি পার্বত্যাঞ্চলের অনুন্নত এলাকার উন্নয়নের জন্য কাজ করে। উন্নয়ন বোর্ড জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্নয়ন করবে, এখানে কোন বিভেদ থাকবে না।’ পরে তিনি তিন পার্বত্য জেলার সংসদ সদস্যদের সাথে কথা বলে স্থানীয় চাহিদা অনুসারে উন্নয়ন করার পরার্মশ দেন।
এসময় রাঙামাটি জেলা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান আশীষ কুমার বড়ুয়া, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, পার্বত্য বান্দরবন জেলা পরিষদের চেয়ারম্যান কৈ শৈ হ্লা, আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুর রহিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসলাম বেবি প্রমুখ।