শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন

বাংলাদেশে আজ মুক্তি পাচ্ছে বিদ্যা সিনহা মিম অভিনীত ‘মানুষ’

বিনোদন প্রতিবেদক, একুশের কন্ঠ : বিদ্যা সিনহা মিম অভিনীত কলকাতার ‘মানুষ’ আসছে বাংলাদেশে। ছবিটি শুক্রবার মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। এটি নির্মাণ করেছেন বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমাদ্দার। এর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন মিম। দেশের দর্শকের এই সিনেমার প্রতি আগ্রহ রয়েছে। গত মাসে মানুষ ভারতের দুই শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এর মধ্যে বাংলা ভাষায় ১১৮টি ও হিন্দিতে ১৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

গত ২২ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পায় বিদ্যা সিনহা মিম অভিনীত অন্তর্জাল। তিন মাসের কম সময়ে আবার প্রেক্ষাগৃহে আসছে মিমের নতুন ছবি। মিম দারুণ খুশি। ‘ছবিতে আমার চরিত্রের নাম মন্দিরা। একজন পুলিশ কর্মকর্তা।

আগে পরাণ-এর অনন্যা, দামাল-এর হোসনা চরিত্রের যেমন ভিন্নতা আছে, ঠিক একইভাবে এখানে মন্দিরা চরিত্রেরও ভিন্নতা রয়েছে’ এমনটাই বলেছেন মিম। এই অভিনেত্রী জানিয়েছেন, দুই বাংলায় প্রথমবার কোনো সিনেমায় অতিথি চরিত্রে তিনি অভিনয় করেছেন। তাঁর ভাষ্য, ‘বলিউডসহ সারা দুনিয়ার চলচ্চিত্রে তারকাদের বিশেষ উপস্থিতি থাকে। তা ছাড়া মানুষ–এর গল্পটিও খুব মনে ধরেছে। আমার চরিত্রটাও দুর্দান্ত।’

মিম এখন পান্না কায়সারের জীবনী নিয়ে তৈরি দিগন্তে ফুলের আগুন ছবির শেষ পর্যায়ের কাজ নিয়ে ব্যস্ত। চলছে বেশ কিছু  প্রচারণার কাজ।

‘মানুষ’ সিনেমায় মিম ও জিৎ ছাড়াও অভিনয় করেছেন জিতু কমল, সুস্মিতা চ্যাটার্জি, সৌরভ চক্রবর্তী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com