শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥
বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশের রাজনীতি শেখ হাসিনার হাতেই নিরাপদ। গত ১০ বছরে জননেত্রী শেখ হাসিনা যে ভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন এ থেকেই উপলদ্ধি করা যায় বাংলাদেশের রাজনীতি শেখ হাসিনার হাতেই নিরাপদ।
তিনি বলেন, গত ১০ বছরে বিরল বোচাগঞ্জের উন্নয়নে ভোটাররা তৃপ্ত হলেও তিনি তৃপ্ত হনতি। তিনি চলতি নির্বাচনে জয়লাভ করতে পারলে আগামী ৫ বছরের মধ্যে বিরল বোচাগঞ্জের মানুষ আত্মতৃপ্তিতে বসবাস করতে পারবে এমন প্রতিশ্রুতি দিয়ে নৌকা মার্কায় নিজের পক্ষে ভোট চান। গত সোমবার বিকালে বোচাগঞ্জ উপজেলার ৪নং-আটগাও ইউনিয়নের বাজনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নৌকা মার্কার ১ম নির্বাচনী জন সভায় এমপি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফসার আলীর সঞ্চালনায় এ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ নুরুন নবী চৌধুরী জামান, মোঃ আমিরুল হক চৌধুরী, আওয়ামীলীগ নেতা ফয়জুল আলম বাবলু চৌধুরী, শ্রমিক নেতা হাবিবুর রহমান দুলাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম চৌধুরী প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। নির্বাচনী জনসভা শেষে হাট মাধবপুরে খালিদ মাহমুদ চৌধুরী এমপি ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় অফিস উদ্বোধন করেন।