শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ ভারতের কোলকাতার আইডিয়াল সিনিয়র এ্যাথলেটিক্স ক্লাবের ব্যবস্থাপনায় ষষ্ঠ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক ক্রস কান্ট্রি (রান ফর ফ্রিডম ফাইটার) প্রতিযোগিতা ২০২২ বারাসাতে শুরু হয়েছে এই আসরে বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের পক্ষে ঢাকা এ্যাথলেটিক্স টিম অংশ নিয়েছে।
১৫ আগস্ট সোমবার ১০ কিমি (পুরুষ) ইভেন্টে আসিফ বিশ্বাস প্রথম এবং এলাহী সরদার দ্বিতীয়; ৬ কিমি (মহিলা) ইভেন্টে রিংকী বিশ্বাস দ্বিতীয় এবং শামসুন নাহার রতœা চতুর্থ স্থান অর্জন করেন।
দলটি আগামী ১৭ আগস্ট ঢাকায় ফিরে আসবেন