রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:১৮ অপরাহ্ন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:: পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় মৌডবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস চলাকালিন সময় বিদ্যালয়ের পাশে বজ্রপাতের ঘটনা ঘটে। এই ঘটনায় আহত সকল শিক্ষার্থী মৌডুবি গ্রামের বাসিন্দা।
স্কুল শিক্ষক সূত্রে জানা যায়, ১১ অক্টোবর (বুধবার) সকালে স্কুল শুরুর পর থেকে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। দুপুর ১২ টার দিকে বিদ্যালয়ের পাশে মাঠে বজ্রপাত হয়। বজ্রপাতের বিকট শব্দ ও আলোর ঝলকানি হওয়ায় ১৩ জন শিক্ষার্থী অসুস্থ ও অজ্ঞান হয়ে পড়ে। এদের মধ্যে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোসাঃ কারীমা আক্তার (১৩), মোসাঃ আয়বী আক্তার (১২), মোসাঃ জুইমনি (১১), উম্মে হানী (১১), মোসাঃ তহুরা আক্তার (১৩), মোসাঃ তামিমা সুলতানা (১২)কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মরত ডাক্তার একুশের কন্ঠকে জানান, বুধবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে পার্শ্ববর্তী উপজেলা রাঙ্গাবালীর মৌডুবি থেকে ৬ জন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ভর্তি দেওয়া হয়েছে। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।