সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করছেন পৌরসভার নতুন মেয়র সৌরভ দাশ

বান্দরবান প্রতিনিধি:: পুষ্পমাল্য অর্পণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন বান্দরবান পৌরসভার নতুন পৌর মেয়র সৌরভ দাশ শেখর।

বুধবার (৩ মে) বিকালে বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে উপস্থিত হয়ে তিনি জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় ১,২,৩ এর মহিলা সংরক্ষিত কাউন্সিলর দিপিকা রাণী মঞ্জু, ৪,৫,৬ এর এ্যমেচিং মার্মা, ৭,৮,৯ এর শাহানা আক্তার সানু, কাউন্সিলর মোহাম্মদ আলী, অজিত কান্তি দাশ, ওমর ফারুখ, মো: হারুন সর্দার, কামরুল হাসান বাচ্চু ও মো: সেলিম রেজা উপস্থিত ছিলেন।

গত ২ মে ২০২৩ ইং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ, পৌর-১ শাখা কর্তৃক জারি করা উপ সচিব মো: আব্দুর রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলার বান্দরবান পৌরসভার মেয়র (মো: ইসলাম বেবী) এর মৃত্যুজনিত কারনে উক্ত পৌর সভার প্যানেল মেয়র-১ সৌরভ দাশ (শেখর)কে উক্ত পৌর সভার আর্থিক ক্ষমতাসহ মেয়রের দায়িত্ব অর্পন করা হলো।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com