শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানাল কানাডা। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে তার দেশ। তবে এক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্ক কার্নি বলেন, এই সিদ্ধান্ত নির্ভর করবে গণতান্ত্রিক সংস্কারের ওপর, যার মধ্যে রয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের আগামী বছর নির্বাচন আয়োজন এবং সেখানে হামাসের অংশগ্রহণ থাকবে না। কানাডার প্রধানমন্ত্রীর ঘোষণার এক দিন আগে যুক্তরাজ্য ঘোষণা দেয়, যদি ইসরায়েল যুদ্ধবিরতিতে না আসে এবং অন্যান্য কিছু শর্ত পূরণ না করে তারাও সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এক সপ্তাহ আগে ফ্রান্সও এমন পরিকল্পনার কথা জানায়।
এদিকে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় কানাডার এ ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে এবং এটিকে ‘হামাসকে পুরস্কার দেওয়ার শামিল’ বলে অবিহিত করেছে। জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৪৭টি এরইমধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
কানাডার বিরোধী দল এক বিবৃতিতে জানায়, ৭ অক্টোবরের সন্ত্রাসী হামলার পরপরই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভুল বার্তা পাঠাবে।
তবে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে আলোচনার মাধ্যমে দুই-রাষ্ট্র সমাধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। আমাদের চোখের সামনেই ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা ধ্বংস হয়ে যাচ্ছে।
গাজায় মানবিক বিপর্যয়ের মাত্রা সহনীয় নয় এবং তা দ্রুত অবনতির দিকে যাচ্ছে,” বুধবার সাংবাদিকদের বলেন তিনি।
কানাডার প্রধানমন্ত্রী জানান, ঘোষণার আগে তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেছেন।
মার্ক কার্নির এ ঘোষণার সমালোচনা করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স এ দেওয়া এক পোস্টে বলে, কানাডার এই পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে।
কানাডার এই ঘোষণার পেছনে অভ্যন্তরীণ চাপও ছিল। মঙ্গলবার দেশটির প্রায় ২০০ সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক এক খোলা চিঠিতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানান, যেন তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেন। চিঠিতে বলা হয়, গাজায় ব্যাপক বাস্তুচ্যুতি, নির্বিচার বোমাবর্ষণ, অনাহার এবং পশ্চিম তীরে সহিংসতা দেখে মনে হচ্ছে, কানাডা তার নীতিগত অবস্থান প্রতিদিনই হারাচ্ছে।
বুধাবর সংবাদ সম্মেলনে মার্ক কার্নির কাছে জানতে চাওয়া হয়, যুক্তরাজ্য ও ফ্রান্সের ঘোষণায় তিনি প্রভাবিত হয়েছেন কি না কিংবা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করেছেন কি না। জবাবে তিনি বলেন, “কানাডা তার নিজস্ব পররাষ্ট্রনীতি অনুসরণ করে সিদ্ধান্ত নেয়।