বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন

ফাইভজি স্মার্টফোন আনছে নকিয়া

তথ্য ও প্রযুক্তি ডেস্ক:: একসময় সব ধরনের ফোনে একচ্ছত্র আধিপত্য ছিল নকিয়ার। এখন ফিচার ফোনে ভালো অবস্থান থাকলেও স্মার্টফোন সেগমেন্টে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বেশ পিছিয়ে রয়েছে ফিনল্যান্ডভিত্তিক কোম্পানিটি।

সাশ্রয়ী কিন্তু প্রিমিয়াম স্মার্টফোন আনার মাধ্যমে বাজারে জায়গা করে নেয়ার চেষ্টা করছে তারা।

বিষয়সংশ্লিষ্ট সূত্রের বরাতে নকিয়া পাওয়ার ইউজার জানায়, চলতি বছরে এক্স ও জি সিরিজের ফাইভজি স্মার্টফোন আনতে যাচ্ছে নকিয়া।

চলতি বছরের দ্বিতীয়ার্ধে বাজারে আসা ওই হ্যান্ডসেটগুলোয় স্ন্যাপড্রাগন ৪৮০ প্লাস প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com