রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

প্রতিবন্ধি শিশুর পাশে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতাল

আবদুল্লাহ আল মামুন,নারায়ণগঞ্জ:
প্রতিবন্ধি অজ্ঞাত শিশুর (৭) পাশে সহযোগীতার হাত বারিয়েছে নারায়ণগঞ্জ খানপুর ৩শ’ শয্যা হাসপাতালের কর্তৃপক্ষ। গত মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানার এক এসআই খানপুর হাপাতালে নিয়ে আসলে হাসপাতালের তত্বাবধায়কের ব্যক্তিগত সহকারি সিদ্দিুকুর রহমান ও এপিএ সোহেল ওই শিশুটিকে চিকিৎসার ব্যবস্থা করেন। শিশুটি কানে শোনে না এবং কথা বলতে পরে না বলে জানায় চিকিৎসক।
বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে উন্নত চিকিৎসার স্বার্থে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তৃপক্ষ।
এ বিষয়ে খানপুর ৩শ’ শয্যা হাসপতালের তত্বাবধায়ক’র ব্যক্তিগত সহকারি সিদ্দিুকুর রহমান জানান, মানবিক কারনে একজন এসআই কর্তৃক রেখে যাওয়া অজ্ঞাত শিশুটিকে আমরা ২ দিন রেখে চিকিৎসা সেবাসহ নানা ভাবে সহযোগীতা করেছি। পরে উন্নত চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। শিশুটি কানে শোনে না এবং কথা বলতে পারে না। তার পরিচয়ও জানা যায়নি। তিনি আরও বলেন, এক সময়ের ২০০ শয্যা ও পরে ৩০০ শয্যার হাসপাতালটি এখন ৫০০ শয্যায় উন্নিত হতে যাচ্ছে। হাসপাতালে সকল রোগীদের আমরা সমান চোখে দেখি এবং আগের তুলনায় হাসপাতালের পরিবেশ অনেক সুন্দর হয়েছে। হাসপাতালটি ৫০০ শয্যায় রূপান্তরিত হলে নতুন মাত্রা যুক্ত হবে। যুক্ত হবে সিসিউ, আইসিউ,বার্ন ইউনিট,কার্ডিওলজিসহ বিভিন্ন উন্নত মানের বিভাগ। এগুলো যুক্ত হলে নারায়ণগঞ্জে’র মানুষকে কষ্ট করে আর ঢাকায় যেতে হবে না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com