বুধবার, ৩০ Jul ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে—সু প্রদীপ চাকমা

পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে---সু প্রদীপ চাকমা

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদুর হোসেন বলেছেন, পার্বত্য চট্টগ্রামে টেকসই শান্তি প্রতিষ্ঠা ছাড়া এ অঞ্চলের আর্থ-সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। সরকার এই বাস্তবতাকে গুরুত্ব দিয়ে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রোববার (২০ জুলাই) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

অনুষ্ঠানে জেলার কৃষক ও নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফলদ ও বনজ চারা, গবাদিপশু, সেলাই মেশিন এবং গর্ভবতী/প্রসূতি নারী ও নবজাতক শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এছাড়া উপস্থিত ছিলেন- পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সু প্রদীপ চাকমা, বান্দরবান জেলা প্রশাসক (ডিসি) শামীম আরা রিনি, পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল্লাহ কাওছার, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা সু প্রদীপ চাকমা বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে এবং সেই লক্ষ্যেই পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক থানজামা লুসাই বলেন, উপদেষ্টা সু প্রদীপ চাকমার দায়িত্ব নেওয়ার পর পার্বত্য চট্টগ্রামে ব্যাপক উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়িত হচ্ছে। ফলে বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী আগের চেয়ে বেশি উপকৃত হচ্ছে।

অনুষ্ঠানের শেষ পর্বে বান্দরবান সদরের ৪৮২ জন কৃষক ও নারী উপকারভোগীর মাঝে বিভিন্ন চারা, গবাদিপশু, সেলাই মেশিন এবং গর্ভবতী/প্রসূতি মা ও নবজাতক শিশুদের জন্য স্বাস্থ্যসেবা উপকরণ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com