মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন
ফতুল্লা সংবাদ॥
স্ত্রী ও ছেলের পরে এবার মেয়েকে হারিয়ে পরিবারে একা হয়ে গেলেন আব্দুর রহিম। ফতুল্লায় আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় মেয়ে ফারিহা আক্তার ফারজানা নামের ১২ বছরের শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ এপ্রিল) মধ্যে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ফারিহার।
হাসপাতালে কর্মরত পুলিশ ফারির এসআই আব্দুল হান্নান এ তথ্য জানান।
এর আগে, গত শনিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকার একটি বাসায় গ্যাসের লাইনে লিকেজ হতে সৃষ্ট অগ্নিকান্ডের ঘটনায় আব্দুর রহিমের স্ত্রী ফাতেমা বেগম (৩০) ও বড় ছেলে সাইফ আলী বেগরাফি এবং ছোট ছেলে সাফওয়ানের দগ্ধ হয়। প্রত্যেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। একই পরিবারের সবাইকে হারিয়ে একা হয়ে গেলেন আব্দুর রহিম।