বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন

পরিবহন শ্রমিকদের গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্সে রোগী বহনকে কেন্দ্র করে বেসরকারি অ্যাম্বুলেন্স চালক সমিতির সঙ্গে সংঘর্ষ ঘটে। এ ঘটনায় সাত বেসরকারি অ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে দিনাজপুর-গোবিন্দগঞ্জ, দিনাজপর-রংপুর, দিনাজপুর ঠাকুরগাঁও মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে দিনাজপুর বাস মালিক-শ্রমিকরা।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোর থেকে শত শত বাস ও পণ্যবাহী ট্রাক মহাসড়কে আটকা পড়েছে। বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

এদিকে বুধবার দিবাগত রাতে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে ওয়ার্ড মাস্টার মো. ফারুকুল আলম মামুন ও পরিবহন শ্রমিকদের পক্ষে বালুয়াডাঙ্গা স্ট্যান্ড শাখার সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান ডাব্লু পৃথক দুটি মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের এক রোগীকে ৮০০ টাকায় পৌঁছে দেয় হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স। এই অল্প টাকায় সরকারি অ্যাম্বুলেন্স রোগী পৌঁছে দেওয়ার ঘটনা বেসরকারি অ্যাম্বুলেন্স চালক সমিতির মধ্যে ছড়িয়ে পড়লে সরকারি অ্যাম্বুলেন্স চালককে মারধর করে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ লিখিতভাবে অভিযোগ করলে বুধবার রাতে অভিযুক্ত সাতজন অ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এলাকার সিএনজিচালিত অটোরিকশার চালক কর্তৃক বাস শ্রমিকদের মারধরের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে দিনাজপুরে যান চলাচল বন্ধ ঘোষণা করে। বুধবার রাত ১২টা থেকে এখন পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি জানান, অ্যাম্বুলেন্স চালকদের মুক্তির দাবিতে বুধবার রাত থেকে কোতোয়ালি থানার সঙ্গে আলোচনা করা হয়। পুলিশ শ্রমিকদের ছেড়ে না দিয়ে আদালতে পাঠিয়েছে। আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান আশা করেছিলাম। কিন্তু পুলিশ অতি উৎসাহী হয়ে শ্রমিকদের আদালতে চালান দেয়। অ্যাম্বুলেন্স চালকদের মুক্তি না দেওয়া ও অভিযুক্ত সিএনজি চালকদের গ্রেপ্তার না করা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন বলেন, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ও শ্রমিক নেতাদের পক্ষে কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে অ্যাম্বুলেন্স চালকদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি। দুপুর ১২টা পর্যন্ত দিনাজপুর থেকে সকল রুটে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com