বুধবার, ৩০ Jul ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন

পবিত্র হজ্ব শেষে দেশে ফিরলেন ৮৭ হাজারের বেশি হাজি, ৪৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক ॥
পবিত্র হজ্ব পালন শেষে সৌদি আরব থেকে ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। একই সময়ে হজ কার্যক্রমে অংশ নিতে গিয়ে ৪৫ জন বাংলাদেশি মারা গেছেন।শনিবার (১২ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ্ব ব্যবস্থাপনা পোর্টালের হালনাগাদ তথ্য থেকে এই সংবাদ জানা গেছে।

মৃত্যুর বিস্তারিত তথ্য
হজ্ব পালনকালে বা তার আগে ও পরে মারা যাওয়া ৪৫ বাংলাদেশির মধ্যে ৩৪ জন পুরুষ ও ১১ জন নারী। মক্কায় ২৭ জন, মদিনায় ১৪ জন, জেদ্দায় ৩ জন এবং আরাফায় ১ জন মারা গেছেন। সর্বশেষ গত ৫ জুলাই রংপুরের মিঠাপুকুরের আবুল কালাম আজাদ (৬৫) এবং ভোলার লালমোহনের রুহুল আমিন (৬২) মৃত্যুবরণ করেন। অধিকাংশ হাজি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বা স্বাভাবিক বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।

ফেরত আসা হাজিদের পরিসংখ্যান
এ পর্যন্ত দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৫ হাজার ৪১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৮১ হাজার ৬৮৭ জন।

বিভিন্ন এয়ারলাইন্স মোট ২২১টি ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১২টি ফ্লাইটে ৩৮ হাজার ৬৮৪ জন হাজিকে ফিরিয়ে এনেছে। সৌদি এয়ারলাইন্স ৭৫টি ফ্লাইটে ২৭ হাজার ৮১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩৪টি ফ্লাইটে ১২ হাজার ২৬৭ জন হাজিকে দেশে পৌঁছে দিয়েছে। এছাড়া অন্যান্য এয়ারলাইন্স ৯ হাজার ৬৮ জন হাজিকে পরিবহন করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com