রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

পদ্মা সেতু উদ্বোধনের দিন জনগনকে সকল প্রকার নিরাপত্তা দেওয়া হবে: র‌্যাব মহা-পরিচালক

ম.ম.হারুন অর রশিদ, মাদারীপুর প্রতিনিধি:: দেশের আঠারো কোটি মানুষ পদ্মাসেতু উদ্বোধনের অপেক্ষায় প্রহর গুনছে। উদ্বোধনী অনুষ্ঠানে যারা আসতে চান তারা আস্থা রেখে আসতে পারেন। নিরাপত্তা যত প্রকার দরকার সকল প্রকার নিরাপত্তার ব্যাবস্থা গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-এর মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বুধবার দুপুরে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শণ শেষে তিনি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

র‌্যাব-এর মহাপরিচালক আরো বলেন, নাশকতাসহ যেকোন পরিস্থিতি মোকাবেলার জন্য র‌্যাব-এর প্রতিটি টিমের পেট্টোল জোড়দার করা হয়েছে। নিরাপত্তা তল্লাসী চলমান থাকবে। পদ্মা সেতু উদ্বোধনকে ঘিরে কোন ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য প্রচার প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সারাদেশের সাইবার টিম তৎপর রয়েছে। কেউ কোন ধরনের অপরাধ করলে সাথে সাথে ব্যবস্থা নিবে র‌্যাব। শুধু পদ্মা সেতুতে নয়, সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। দেশবাসী স্বাচ্ছন্দে পদ্মা সেতুর অনুষ্ঠানে আশার আহবানও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com