বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর দৌলতদিয়ার ৫ নং ফেরিঘাটে মঙ্গলবার (১১ মে) ডুবে যাওয়া মাইক্রোবাসের মালিক ও চালকের পরিচয় পাওয়া গেছে। চালকের নাম মারুফ হোসেন (৪০)। তার বাড়ি সিলেট জেলায়। তবে তিনি ঢাকার রামপুরায় থাকতেন।
মাইক্রোবাসের মালিকের নাম মাকসুদুর রহমান রিতু। তিনি ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা। ঢাকার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। উদ্ধার হওয়া মাইক্রোবাস থেকে মালিকের নাম ও মোবাইল নম্বর উদ্ধার করে পুলিশ।
মাইক্রোবাসের মালিক মাকসুদুর রহমানের সঙ্গে মুঠোফোনে কথা বলেন দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মুন্নাফ আলী শেখ। তিনি বলেন, মাইক্রোবাসের মালিকের শ্যালক সোমবার বিদেশ থেকে ফেরেন। তার শ্যালককে গ্রামের বাড়ি চুয়াডাঙ্গায় পৌঁছে দিতে যান মারুফ। মারুফ তাকে চুয়াডাঙ্গায় পৌঁছে দিয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ঘাট দিয়ে ঢাকায় ফিরছিলেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় মাইক্রোবাসটি দৌলতদিয়ার ৫ নং ঘাটে নদী পার হতে পন্টুনের ওপর ফেরির অপেক্ষায় ছিল। প্রচণ্ড ঝোড়ো বাতাসে পন্টুনের তার ছিঁড়ে গেলে ঝাঁকুনিতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। টানা ২ ঘণ্টা উদ্ধার তৎপরতা শেষে দুপুর দেড়টার দিকে মাইক্রোবাসটিকে উদ্ধার করতে সক্ষম হন ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দল। তবে চালক এখনো নিখোঁজ রয়েছে।