শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ অপরাহ্ন

পঞ্চম ইসলামিক সলিডারিটি গেমস ॥ তুরস্কে আরচারিতে রৌপ্য ও ব্রোঞ্জপদক জিতল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ তুরস্কের কোনিয়ায় চলমান পঞ্চম ইসলামিক সলিডারিটি গেমসে তীরের নিশানায় তুরষ্কে পদক পেল বাংলাদেশ। কোনিয়া শহরে চলমান ইসলামিক সলিডারিটি গেমসের পঞ্চম আসরে আরচারি থেকে একটি রূপা ও দুটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। আসরে এখন পর্যন্ত রৌপ্যপদক জয়ই লাল-সবুজের দেশের সেরা সাফল্য। এ্যাথলেটিকস, জিমন্যাস্টিকসে ফাইনালে উঠেও শেষ পর্যন্ত পদক জেতা হয়নি ইমরানুর রহমান, আলী কাদের হকদের। কিন্তু রোমান সানা, দিয়া সিদ্দিকীর হাত ধরে আরচারিতে এল পদক।

বুধবার ১৭ আগস্ট মেয়েদের কম্পাউন্ড দলগত ইভেন্টে স্বাগতিক তুরষ্কের কাছে ২২৯-২২২ পয়েন্টে হেরে রূপা জিতেছে বাংলাদেশের মহিলা দল। রোকসানা আক্তার, শ্যামলী রায় ও পুষ্পিতা জামান-এই তিন তীরন্দাজ ছিলেন বাংলাদেশ দলে। অন্যদিকে তুরষ্কের হয়ে অংশ নেন বোস্তান ইয়েসিম, সুজের আইসে বেরা ও ইয়েল্ডির সেভিম।

চার সেটের প্রথম দুটিতেই বাংলাদেশ পিছিয়ে পড়ে। প্রথম সেটে হার ৫৮-৫৬ পয়েন্টে, দ্বিতীয় সেটে ৫৮-৫৫ পয়েন্টে। তবে তৃতীয় সেটটিতে দুই দলই মেরেছে সমান ৫৮ পয়েন্ট। এরপর শেষ সেটে যেখানে তুরস্ক মেরেছে ৫৫ পয়েন্ট, বাংলাদেশ করেছে ৫৩।

ফাইনালে আশা জাগিয়েও পারেননি রোকসানা আক্তার। কম্পাউন্ডের ছেলেদের দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে মালয়েশিয়ার কাছে হেরেছে বাংলাদেশ। মোহাম্মদ আশিকুজ্জামান, মিঠু রহমান ও সোহেল রানার বাংলাদেশ দল ২২৭ পয়েন্ট করে। এরপর মালয়েশিয়াও সমান ২২৭ পয়েন্ট পেয়েছে। কিন্তু টাইব্রেকারে এক সেটে মালয়েশিয়া ২৯ পয়েন্ট পেলেও বাংলাদেশ পেয়েছে ২৫ পয়েন্ট। রিকার্ভে আলো ছড়াতে পারেননি রোমান সানা, দিয়া সিদ্দিকীরা। এই ইভেন্টে ছেলেদের ও মেয়েদের দলগত ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।

রোমান সানা, হাকিম আহমেদ ও মোহাম্মদ সাগর ইসলামের বাংলাদেশ দল ব্রোঞ্জের লড়াইয়ে ম্যাচে ৬-০ সেটে হারিয়েছে সৌদি আরবকে। এর আগে সেমিফাইনালে বাংলাদেশ তুরস্কের কাছে ৬-২ সেট পয়েন্টে হারে।

মেয়েদের রিকার্ভের দলগত ইভেন্টে ব্রোঞ্জ লড়াইয়ের ম্যাচে বাংলাদেশ ৬-২ সেট পয়েন্টে হারিয়েছে উজবেকিস্তানকে। এই দলে খেলেছেন দিয়া সিদ্দিকী, বিউটি রায় ও নাসরিন আক্তার। বাংলাদেশের মেয়েদের দুর্ভাগ্যই বলতে হবে। সেমিফাইনালে বাংলাদেশ ইন্দোনেশিয়ার কাছে টাইব্রেকারে ৫-৪ সেট পয়েন্টে হেরেছে। এই ম্যাচে প্রথম সেটে ৫৫-৪৯ পয়েন্টে জেতে বাংলাদেশ। কিন্তু পরের সেট ৪৯-৪৬ পয়েন্টে জিতে নেয় ইন্দোনেশিয়া। তৃতীয় সেটটি আবারও বাংলাদেশ জেতে ৫১-৪৬ পয়েন্টে।

কিন্তু ম্যাচে সমতায় ফেরা চতুর্থ সেটটি ইন্দোনেশিয়া জেতে ৫৩-৫০ পয়েন্টে। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এই সেটে বাংলাদেশও ২৩ পয়েন্ট পেয়েছে। ইন্দোনেশিয়াও পেয়েছে সমান ২৩ পয়েন্ট। কিন্তু ইন্দোনেশিয়ার আরচারিদের ‘পারফেক্ট টেন’ বেশি হওয়ায় তারা পৌঁছে যায় ফাইনালে। সোনা জয়ের লড়াইয়ে ইন্দোনেশিয়ার প্রতিপক্ষ তুরস্ক।

সাঁতারে, পুরুষদের ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের মাহমুদুন নবী নাহিদ। তিনি সময় নিয়েছেন ২৬. ২২ সেকেন্ড।

কারাতের অনূর্ধ্ব ৬০ কেজি কুমিতে ইয়েমেনের প্রতিযোগীকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন বাংলাদেশের আল-আমিন।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com