বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি’র উদ্বোধন

পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন বিওপি’র উদ্বোধন

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:: পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে অবৈধ পারাপার, মাদক চোরাচালান বন্ধ এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে একটি নতুন বিওপি (বর্ডার আউট পোস্ট) স্থাপন করা হয়েছে।

গতকাল সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. জাহিদুর রহমান নবনির্মিত বিওপি’র উদ্বোধন করেন।

এর আগে রিজিয়ন কমান্ডার গার্ড অব অনার গ্রহণ শেষে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে নামফলক উন্মোচন এবং বিওপি চত্বরে একটি কমলা গাছের চারা রোপণ করেন। দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাতেও অংশ নেন তিনি।

তিন পাশজুড়ে সীমান্তবেষ্টিত পঞ্চগড়ে ভারতীয় সীমান্তের দৈর্ঘ্য ২৮২ কিলোমিটার। বিস্তীর্ণ এই সীমান্ত এলাকায় বিজিবির তিনটি ব্যাটালিয়ন নীলফামারী ৫৬, ঠাকুরগাঁও ৫০ এবং পঞ্চগড় ১৮ ব্যাটালিয়ন দায়িত্ব পালন করে। এর মধ্যে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ঘাগড়া ও বড়বাড়ি সীমান্তে প্রায়ই বিএসএফের গুলিবর্ষণ, মাদক চোরাচালান এবং ভারতের পুশ-ইনের ঘটনা ঘটে। ঘাগড়া সীমান্তে বিওপি থাকলেও গুরুত্বপূর্ণ বড়বাড়ি সীমান্ত এতদিন ছিল অরক্ষিত।

উদ্বোধনী আয়োজনে ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার গোলাম রব্বানী, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সীমান্ত এলাকার বাসিন্দা দুলাল বলেন, নতুন এই বিজিবি ক্যাম্প স্থাপনের ফলে এই সীমান্তে অবৈধ পারাপার, মাদক চোরাচালান, ভারতের পুশ-ইনসহ বিভিন্ন সীমান্ত অপরাধ কমবে।

উদ্বোধনী বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. জাহিদুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধ, চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে এই বিওপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তিনি বিজিবি সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com